Description
ওয়েব ডেভেলপমেন্ট কি?
পৃথিবীতে ওয়েবসাইটের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আর সেই সাথে ওয়েবসাইট এর কাজের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট একটি অনবদ্য ক্যারিয়ার। ওয়েব ডেভেলপমেন্ট এমন একটি ক্যারিয়ার যার প্রয়োজনীয়তা ইন্টানেট জগতের শুরু থেকে শেষ পর্যন্ত। বর্তমানে ফ্রিল্যান্সিং বলুন আর আউটসোর্সিং বলুন সব ক্ষেত্রেই সমান ভাবে জনপ্রিয় “ওয়েব ডেভেলমেন্ট”
ওয়েব ডেভেলপমেন্ট হল ওয়েব সাইটের ব্যাকএন্ড এর কাজ। একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে Web Development।একটা ওয়েব সাইট কে তিনটা ভাগে বিভক্ত করা যায় যেমন ডিজাইন বা টেমপ্লেট, কনটেন্টম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস।একজন ওয়েব ডেভেলাপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটি কে সক্রিয় এবং ডাইনামিক করে থাকেন।একজন ওয়েবডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মান, ইউজার এবং এডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণকরা, এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল এবং ডাইনামিক করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা ।
ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখবেন???
এখন দিন দিন ওয়েবসাইটের কাজ অনেক অনেকগুনে বৃদ্ধি পাচ্ছে।সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,কলকারখানা,নিউজ পোর্টাল,লারেনিং প্লাটফর্ম,অনালাইন বিজনেস সবকিছু এখন ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সামনে একটা মুদির দোকানও পাওয়া যাবে না যার ওয়েবসাইট থাকবে না।পুরো পৃথিবীতে প্রতিমাসে ১৬ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট তৈরি হয়। ইন্টারনেটভিত্তিক ফ্রিলান্সিং মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডেভলাপারদের অনেক চাহিদা। অনলাইন এ কাজের কোনো শেষ নেই। বরং ওয়েব ডেভলাপারের সংকট রয়েছে। আর তাই এ ক্ষেত্রে আমাদেরও কাজেরও সম্ভাবনা অনেক বেশি। এই ধরনের কাজের দামও বেশি। একজন সাধারন মানের ফ্রিলান্সার এর ঘণ্টাপ্রতি কাজ করার রেইট শুরু হয় ২ ডলার থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনার বা ডেভলাপারের এর ঘণ্টাপ্রতি রেইট শুরুতেই ১০ বা ১২ ডলার হয়ে থাকে। অন্যভাবে বললে বতর্মানে ফ্রিলান্সিং মার্কেটপ্লেসগ গুলোতে Creative Website Design or Develop করার জন্য প্রতিটি Site এ ২০০ ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়। অনলাইনে যেসব মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারবেন, সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে, Odesk.com, Elance.com, Freelancer.com, Peopleperhour.com …………………… ইত্যাদি।
কি কি শিখানো হবে ??
- HTML, CSS, Bootstrap, Js, jQuery, PHP, MySQL
- এক্সএমএল এবং সিএমএস
- সার্ভার সাইড এবং ডাটাবেইজ ভিত্তিক দক্ষতা অর্জন
- ওয়েব সাইট এবং ওয়েব অ্যাপ তৈরি
- এইচটিএমএল ভিত্তিক মোবাইল অ্যাপ তৈরি
- ই-কমার্স, ডোমেইন হোস্টিং, এফিলিয়েট মার্কেটিং অনলাইনে ক্যারিয়ার তৈরি
প্রফেশনাল ডায়নামিক ডেভেলপার হওয়া