Description
আপনি জানেন কি ২০১৯ সালে টোটাল গেইম ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপি কত আয় করেছে ? ১৫২.১ বিলিয়ন মার্কিন ডলার। যা বছরে প্রবৃদ্ধির হার + 9.6% শতাংশ। জানেন কি ২০১৯ সালে মোবাইল গেইম ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপি কত আয় করেছে ? ৬৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। যা গ্লোবাল আইটি মার্কেটের মোট আয়ের ৪৫% শতাংশ। জানেন কি এশিয়া প্যাসিফিক রিজিয়ন থেকে গেইম ইন্ডাস্ট্রির আয় কত? ৭২.২ বিলিয়ন ডলার।বরাবরই গ্লোবাল গেমস মার্কেট তার স্বাস্থ্যকর প্রবৃদ্ধির হার অব্যাহত রেখেছে। জনপ্রিয় বাংলাদেশি গেইমগুলোর মধ্যে রয়েছে থ্রিডি গেইমস ঢাকা(২০০০),চিটাগাং রেসিং(২০০২), অরুণোদয়ের অগ্নি শিখা(২০০৪), হাতিরঝিলঃ ড্রিম বিগিন্স(২০১৪), হিরোস অফ ৭১ ইত্যাদি।তবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেইম ৩৬০ ডিগ্রি গেইমটি(২০১৫), যা Google Play Store & iTune App Store থেকে মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। বিশ্বজুড়ে এখন আড়াই বিলিয়নেরও বেশি গেমার রয়েছে।কিন্ত গেমারের সংখ্যা অনুযায়ী ডেভলাপারের নেই। গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রির সম্প্রসারণের হার যেমন অস্বাভাবিকভাবে বাড়ছে। তেমনই বাড়ছে ক্যারিয়ার হিসেবে গেমিংয়ের চাহিদা। চাইলে আপনার প্রতিভা বিকাশে সেরা ক্যারিয়ার হতে পারে গেইম ডেভলাপমেন্ট । সারা বিশ্ব যখন গেম ডেভেলপমেন্ট নিয়ে আলোকিত তখন আমরা কেন পিছিয়ে থাকবো, আমরা জাতি হিসাবে ভীষণ সৃজনশীল ও মেধাবি ।